প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৪:৩৮ পি.এম
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা ৬৭ চরমপন্থীর পুনর্বাসন: ৪৮টি গরু ও সেড হস্তান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৬৭ জন চরমপন্থীর পুনর্বাসনের অংশ হিসেবে ৪৮টি গরু ও বিভিন্ন কার্যক্রমের জন্য নির্মিত সেড হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দেলুয়াকান্দি গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেড উদ্বোধন ও গরু হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চরমপন্থীদের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় ৫৬ শতক জমিতে ক্যাডেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড ও ডেইরি কেয়ার সেড নির্মাণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আবু তালেব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho