
সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ অক্টোবর) মুক্তির গাজায় আসেন। এরমধ্যে এক ব্যক্তি গাজায় এসে জানতে পারেন, ইসরায়েলি সেনারা তার সব সন্তান, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ওই ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগারে থেকে রুগ্ন হয়ে গেছেন। তিনি এতটাই অসুস্থ যে তাকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে। গাজায় আসার কয়েক ঘণ্টা পর তিনি জানতে পারেন তার সন্তানরা আর দুনিয়াতে নেই।
এ কথা শুনে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে তিনি বলেন, নিজের দুই বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্রেসলেট তৈরি করেছেন তিনি।
অপরদিকে আরেক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা বলেছিল, গাজায় তার পরিবারের সবাইকে তারা হত্যা করেছে। কিন্তু তিনি ফিরে এসে দেখতে পান তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তাদের দেখে তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। বিশেষ করে বাড়ির শিশুকে জড়িয়ে ধরে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
অপর এক ফিলিস্তিনি বলেছেন, ইসরায়েল তাদের যে কারাগারে রেখেছিল, সেটি ছিল ‘কসাইখানা’। তাদের সেখানে নিয়মিত নির্যাতন করা হতো।
গাজায় এসব ফিলিস্তিনি ফিরে আসার পর হাসি ও কান্না দুই ধরনের চিত্র দেখা যায়। কেউ কেউ ফিরে পান পরিবারকে। আর কেউ এসে দেখেছেন তাদের জীবনের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho