প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৪:৪৬ পি.এম
সিরাজগঞ্জে ৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে শুক্রবার ভোর থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
পুলিশ জানায়, রায়গঞ্জের রয়হাটি ব্রিজে চলমান নির্মাণকাজের কারণে বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। এ অবস্থায় ট্রাফিক আইন অমান্য করে কিছু যানবাহন বিশৃঙ্খলভাবে চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়। ভোরে ব্রিজের পাশে পাথরবোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে গেলে যানজট দীর্ঘায়িত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ভূঁইয়াগাতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুই দিকেই গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়।
যানজটে আটকে পড়া ঢাকামুখী বাসচালক ফয়সাল আলী বলেন, সকাল থেকে গাড়ি থেমে আছে, সামনে এগোতে পারছি না।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সকাল সাড়ে ৯টার দিকে জানান, যানবাহন ধীরগতিতে চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘ব্রিজের কাজ চলায় এক লেন দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। ভোরে দুটি গাড়ি মুখোমুখি আটকে গেলে আমরা গিয়ে যানজট নিরসনের চেষ্টা করি। পরে ঢাকামুখী একটি ট্রাকের চাকা ভেঙে পুনরায় জট তৈরি হয়।’
ওসি আরও জানান, সকাল থেকে পুলিশ সদস্যরা সড়কে থেকে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho