প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৪:৫৭ পি.এম
জনগণের উপর জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না আ. লীগই তার উদাহরণ: ফখরুল

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
গত ১৫ বছরের মধ্যে আওয়ামী লীগের শাসনকালে জনগণের ওপর যে জুলুম,অত্যাচার ও নির্যাতন চালিয়েছে তা ইতিহাসের সাক্ষী। প্রহসনের মাধ্যমে কোনো সরকার তার ক্ষমতা ধরে রাখতে পারে না। সাধারণ জনগণ জেগে ওঠলে কোন শক্তিই টিকে থাকতে পারেনা। আওয়ামী লীগের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া তার সুস্পষ্ট উদাহরণ। জনগণের সেবায় রাজনীতির মূলমন্ত্র।আগামী নির্বাচনে দল যার উপর মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করতে হবে, এর অন্য কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি একটি পরিক্ষিত দল যার জন্ময় হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করি নাই- আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের কোন বিকল্প নেই। তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি দেশে আসলে জনগণের জনসমুদ্রে পরিণত হবে। এবার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও বুঝতে পেরেছে বিএনপি’র কোন বিকল্প নেই। তাই জনগণ আমাদেরকে ভোটের মাধ্যমে ক্ষামতায় বসাবে। আগামিকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, আমরাও স্বাক্ষর করবো যদি আমাদের সিদ্ধান্ত মেনে নেয়।
সভা শেষে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী,ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রিয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ,সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল বিএনপি সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ,পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম,রাণীশংকৈল উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহশিন আলী ও দলীয় নেতাকর্মিরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho