প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৫:০৫ পি.এম
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক ১১

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮ ঘটিকার দিকে ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। তারা সকলে কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা জনায়, তারা দালালদের মাধ্যমে রাতের আঁধারে কাঁটাতার পার হয়ে এসে বিজিবির হাতে আটক হয়। এদের মধ্যে এক পরিবারের ৬ জন রয়েছে। যাদের মধ্যে মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হোসেন (১৫), রবিউলের ছেলে মোঃ রবিউল আলম (২০), ইসমাইলের সন্তান মোঃ আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), মোছাম্মদ আমেনা বেগম (২৮), মোছাম্মদ রিফা (৯), ও মোসাম্মৎ শাফা (৬) এবং নুর আলমের সন্তান মোসাম্মৎ রেজিয়া (২১), নুর শাহিদা (২)।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটককৃত অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho