
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় চোর সন্দেহে ইউসুফ ইকবাল (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইউসুফ ইকবাল সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি গত ১৪ অক্টোবর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ ইকবাল ঘুড়কা সমবায় পেট্রোল পাম্প এলাকায় গেলে পাম্পের কর্মচারীরা তাকে চোর সন্দেহে আটক করে মারধর ও বৈদ্যুতিক শক দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হলে ৮ অক্টোবর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho