প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪০ পি.এম
রাজবাড়ীতে ১০৪ ভরি রূপার গহনাসহ গ্রেপ্তার ১

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে রূপা, মোবাইল ফোন চুরি মামলার চোরাই ১০৪ ভরি রূপা ও মোবাইলসহ মো. শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রুপার গহনা ও মোবাইল উদ্ধার করে।
জানা গেছে, তিনি জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।
এদিন রাত ১২ টায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের বালিয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে রিত্তিকা জুয়েলার্স নামক জুয়েলার্সের দোকান রয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর দোকানের ওপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভিতরে ঢোকে। দোকানে থাকা রূপার পায়ের নূপুর ২০ জোড়া, রূপার গলার চেইন ১৫ টি, রূপার ব্রেসলেট ২০ টি, রুপার হাতের বেবি চুড়ি ১০ জোড়া, রূপার হাতের বড় চুড়ি ৫ জোড়া, রূপার হাতের বাজু ০৮টি , আংটি ১৬ টি সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ ৪ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘এ চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ১ জন চোরকে ঢাকা সাভার থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামির মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টং ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত আসামির দেখানো মতে রূপার পায়ের নূপুর, ২১ জোড়া, রূপার গলার চেইন,২ টি, রূপার ব্রেসলেট ১০ টি, রূপার হাতের বেবি চুড়ি ০৯ জোড়া ১ পিস, রূপার হাতের বড় চুড়ি ০৪ জোড়া, ১ পিস, রূপার হাতের বাজু ০৫ টি, রূপার আংটি ১৬ পিস সর্বমোট ওজন ১০৩ ভরি ০৩ আনা ০৩ রতি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ সর্বমোট ৩ লক্ষ ৭২ হাজার ২৬৫ টাকার মালামাল উদ্ধার করা হয়।’
তাকে রোববার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho