প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১২:৪৩ পি.এম
তেঁতুলিয়ায় শিয়ালের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বোয়ালমারী মহাসড়কে শিয়াল সাথে ধাক্কা খেয়ে মোঃ তৌসিফ খান মুসা নামে (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।শাহারিয়ার ও মনির হোসেন নামে ২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। তারা তেতুলিয়া হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে।
সোমবার (২০ অক্টোবর ) মধ্যে রাতে তেতুলিয়া বাংলা বান্ধা মহাসড়কের বোয়ালমারী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত হলেন-তেঁতুলিয়া তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌসিফ খান মুসা(২২)।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুসা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ এলাকাবাসা স্থানীয় সূত্রে জানা যায়, তেতুলিয়া বুড়াবুড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান ইউপির বোয়ালমারী নামকস্থানে মহাসড়কের উপর শেয়ালের সাথে মটরসাইকেলের ধাক্কালেগে ৩ জন গুরুতর ভাবে আহত হয়।তাদের উদ্ধার করে এলাকাবাসী তেতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সে সমযে ১ জনকে মৃত্যু ঘোষণ করেন চিকিৎসক।
এ ব্যাপারে সোমবার ২০ অক্টোবর সকালে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন,ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho