প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৭:৫৬ পি.এম
সিরাজগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতে ১৬টি কবরের মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পরদিন মঙ্গলবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি আলগা দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, অন্তত ১৬টি কবর খুঁড়ে মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল তুলে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার যন্ত্র উদ্ধার করা হয়।
কবরস্থান পরিচালনা কমিটির সদস্য খোকন সরকার, গোলজার হোসেন এবং স্থানীয় মুসল্লি আব্দুস ছামাদ জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থান প্রবেশ করে কঙ্কাল নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পরে খোঁড়া কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন জানান, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলোতে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃত ব্যক্তিদের দাফন করা হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর থেকে কবরস্থান এলাকায় স্থানীয়রা পাহারা জোরদার করেছেন। তবে কারা এই কঙ্কাল চুরির সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho