প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:৪৩ এ.এম
মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা হয়েছে।
সোমবার ভোরে মৌলভীবাজার পৌর এলাকার চুবড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার ওসির সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় (৩রা নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে চুবড়া এলাকার কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে অভিযান চালান। অভিযানকালে রুফু বেগমের ভাড়াকৃত রুম থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মৃদুল মিয়া (২৪), পিতা নুর ইসলাম, সাং বর্ষিজোড়া; জুনেদ আলী (২৪), পিতা শহিদ মিয়া, সাং রঘুনন্ধনপুর, চুবড়া; সাকিব মিয়া (২৩), পিতা রিয়াজ মিয়া, সাং ফুলতলা, থানা জুড়ী; হোসাইন মিয়া (২২), পিতা মৃত সাহেদ মিয়া, সাং সোনাপুর বড়বাড়ী; এবং ভুবন মিয়া (২৬), পিতা হারুন অর রশিদ, সাং মুসলিম কোয়ার্টার— সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা।
আসামিদের দেখানো মতে ও স্বীকারোক্তিতে, আসামি জুনেদ আলীর ফুফু রুফু বেগমের ভাড়াকৃত রুমের মেঝের ডান পাশ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি (লম্বা প্রায় ৩৩ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি (৩০ ইঞ্চি), স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি (৩০ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত তরবারি (৩১ ইঞ্চি), কাঠের হাতলযুক্ত লোহার রামদা (২৯ ইঞ্চি) এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি, যার একটির দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি ও অপরটির ১০ ইঞ্চি।
এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে, মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নং-৯(১১)২৫, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho