প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:৪০ পি.এম
শরণখোলায় দুম্বার মাংস নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তীব্র প্রতিবাদ জামায়াত আমিরের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় “এতিমদের দুম্বার মাংস বিএনপি-জামায়াত-সাংবাদিকদের পেটে” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম কবির।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শরণখোলায় এতিমদের দুম্বার মাংস বিএনপি-জামায়াত-সাংবাদিকদের পেটে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, মিথ্যা এবং হলুদ সাংবাদিকতার একটি নিকৃষ্ট দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখা কিংবা উপজেলা শাখার আমিরের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা বা সম্পর্ক নেই। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি—উক্ত দুম্বার মাংস কখন শরণখোলায় এসেছে এবং কীভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, তার যথাযথ তদন্ত করা হোক।”
শেষে তিনি সংশ্লিষ্ট সকলকে এবং সাধারণ জনসাধারণকে আহ্বান জানান, “এমন ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের দ্বারা কেউ যেন বিভ্রান্ত না হন।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho