
যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে যশোর শহরতলীর রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুটি পৃথক স্থান থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটক আসামিরা হচ্ছে, যশোরের মনিরামপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত গোলাম গাজীর ছেলে মোঃ ইয়াকুব গাজী (৫৫)।তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই উপজেলার বাহির ঘড়িয়া গ্রামের মোজাহার গাজীর ছেলে মাসুম (২২)। তার কাছ থেকেও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে, যশোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদারের ভ্রাম্যমান মোবাইল কোর্টে হাজির করা হয়। এ সময় গ্রাম্যমান মোবাইল কোর্ট ইয়াকুব গাজীকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, এবং মাসুমকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho