প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৩:৫৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে খাদ্য বিষক্রিয়া, একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে একই স্কুলের ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ভূল্লী থানাস্থ কুমারপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অসুস্থ শীক্ষার্থীরা হলেন, মিম (১১) পিতাঃ নজরুল গ্রামঃ বড় বালিয়া। দৃষ্টি ( ১১) পিতাঃ সুর্য চন্দ্র বর্মন গ্রাম কুমারপুর।লামিয়া (১২) পিতাঃ আনোয়ার গ্রাম বড় বালিয়া।মুসকান (১২) পিতাঃ সুমন গ্রাম বড় বালিয়া।সুমাইয়া (১৩) পিতাঃসরিফুল ইসলাম কুমার পুর।
ছাত্রীরা বলছেন স্কুলের টিউবওয়েলর পানি খাওয়ার জন্য এমনটা লাগছে। এরা সবাই ঐ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেট ব্যথার উপসর্গ দেখা দেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, শিক্ষার্থীরা খালি পেটে খাবার খাওয়ায় এমনটা হতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।
কিভাবে ও কি কারণে এমন ঘটনা ঘটেছে নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন এমনটা দাবি অভিভাবকদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় ঐ এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho