প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৬:৩৬ পি.এম
সিরাজগঞ্জে হযরত আয়েশা (রাঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-এর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) ছিলেন ইসলামী ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর কনিষ্ঠ স্ত্রী এবং হযরত আবু বকর (রাঃ)-এর কন্যা। ইসলামী শিক্ষা, সমাজকল্যাণ ও নৈতিকতার বিকাশে তাঁর ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালনে অনুপ্রেরণা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho