প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১২:০১ পি.এম
মার্টিনেজকে বাদ দিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ সময় শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কিছুদিন আগেই আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছিল, দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে আসন্ন প্রীতি ম্যাচে বিশ্রাম দিতে পারেনি কোচ স্ক্যালোনি। সেই তথ্য এবার সত্য প্রমাণিত হলো। অভিজ্ঞ মার্টিনেজকে ছাড়াই দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়ে যাওয়ায় সেই অঞ্চলের দেশগুলো প্রীতি ম্যাচ খেলছে। চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে তারা। দলে এমি মার্টিনেজ ছাড়াও বেশকিছু অভিজ্ঞ ফুটবলার বাদ পড়েছেন।
স্থানীয় ফুটবলারকে এবারের প্রীতি ম্যাচের জন্য না ডাকার সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ স্ক্যালোনিরও। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা এই দলে নেই। এবার প্রথমবারের মতো আলবিসেলেস্তে জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানো হয়েছে।
জোয়াকিন পানিচেল্লি বর্তমানে স্ট্রাসবার্গে খেলেন। ৬ ফুট ২ ইঞ্চির এই স্ট্রাইকার চলতি মৌসুমে ৯ গোল করেছেন। ১৯ বছর বয়সি জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি বর্তমানে খেলছেন পর্তুগালের ক্লাব বেনফিকায়। এরই মধ্যে একটি গোল ও ২টি অ্যাসিস্টও করেছেন তিনি।
এদিকে অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আছেন অধিনায়ক লিওনেল মেসি, ডি পল, ম্যাক অ্যালিস্টাররা। দলে এমি মার্টিনেজ না থাকায় বেনিতেজ ও রুল্লির মাঝে এখন কোচ কাকে খেলান সেটাই দেখার বিষয়।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho