
যশোর প্রতিনিধি
সারা দেশব্যাপী ঘোষিত লাল পতাকা কর্মসূচির অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরে মিছিলসহকারে কর্মসূচি পালনের পর প্রেসক্লাব যশোরের সামনে এসে সমাবেশে মিলিত হয় অংশগ্রহণকারীরা।
পথসভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সহ-সভাপতি অ্যাডভোকেট আহাদ আলী লস্কর, সহ-সম্পাদক কামরুজ্জামান রাজেশ প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব হোসেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, মজুরি কাঠামো পুনর্নির্ধারণ এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই লাল পতাকা কর্মসূচি অব্যাহত থাকবে। তারা শ্রমবান্ধব নীতিমালা প্রণয়ন ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
সমাবেশে যশোর জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho