প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৭:৪১ পি.এম
মোংলায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আয়োজনে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে মিলিত হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন হাওলাদার (পনি), সাংগঠনিক সম্পাদক শাকির আহাম্মেদ, মৃধা ফারুকুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।
বক্তারা আরো বলেন, ব্রিগেডের খালেদরা উল্লাসের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান কে ক্ষমতায় আনতে চায়নি। তাদের বড় পরিকল্পনা ছিল জিয়াউর রহমানকে হত্যা করার। এই ষড়যন্ত্রের পেছনে অনেকেরই মদদ ছিল কিন্তু তার রুখে দিয়েছিল তৎকালীন সিপাহী জনতা। আমাদের সঠিক ইতিহাস জানতে হবে, বুজতে হবে। নইলে আমরা যতই বলি যে জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে চলবো, তা সম্ভব হবে না। দেশকে পিছিয়ে দেওয়ার জন্যই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।
এসময় উপজেল বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho