প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৮:১৪ পি.এম
গর্ভবতী গাভী জবাই করে মাংস ও মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় একটি গর্ভবতী গাভী জবাই করে তার মাংস ও মাথা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ফেলে রেখে গেছে চামড়া ও নাড়িভুঁড়ি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে ঘটেছে নির্মম এই ঘটনা।
গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানান, গাভীটি বাড়ির গোয়ালঘরে বেঁধে রেখে রাতে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে।
কালাম তালুকদার আরও জানান, তার গাভীটি ছয় মাসের গর্ভবতী ছিল। বর্তমান বাজারদরে যার মূল্য প্রায় এক লাখ টাকা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি শরণখোলার গ্রামাঞ্চলে গবাদিপশু (গরু-ছাগল) চুরির ঘটনা বেড়েছে। উপজেলার খোন্তাকাটা এলাকায় একইভাবে একটি গরু জবাই করে তার মাংস নিয়ে যায় চোরেরা। একের পর এক এমন ঘটনায় গবাদিপশু মালিকরা আতঙ্কে রয়েছেন। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho