প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১০:১৭ এ.এম
দল আমাকে মনোনয়ন দিলে উন্নয়নের মডেল গড়ে তুলবো: জুলফিকার আলী

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও নবগঠিত বাগেরহাট-২ (রামপাল-মোংলা ও ফকিরহাট) সংসদীয় আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার সাধারণ জনগন আমার সঙ্গে আছেন। দল আমাকে মনোনয়ন দিলে সবাইকে নিয়ে বাগেরহাট- আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি যদি আমাকে বাগেরহাট-২ আসন থেকে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারুণ্যের অহংকার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের উপহার দিবো। আমি বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রতীকেই বিপুল ভোটে জয়লাভ সম্ভব।
এর আগে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাসির তালুকদার, মো. গোলাম নুর জনি, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, যুবদল নেতা মো. আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক, মো. আলতাফ হোসেন বাবু সহ মোংলা পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho