প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:০২ পি.এম
সিরাজগঞ্জ তাড়াশে পুকুর দখলচেষ্টার অভিযোগে হিন্দু-মুসলিম ঐক্যের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) আসরের নামাজ শেষে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উষাইকোল গ্রামের আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে লিজ নেওয়া পুকুরগুলো দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সম্প্রতি ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরগুলো নিজেদের নামে নেয়ার উদ্যোগ নিলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সবুজ তালুকদার। এতে স্থানীয় স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ গ্রামবাসী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। তবে পুকুর দখলচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সেই সামাজিক বন্ধন নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ সময় বক্তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান। মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho