প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৪:৩২ পি.এম
যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিএন্ডএস)-এ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর রোববার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সকালে সেনাবাহিনী প্রধান এসটিসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি,৫৫পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট,এসটিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
পরে সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব সিগন্যালস্ এর অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্ এর বীর সেনানী ও সকল শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে কোর অব সিগন্যালস্ দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, এমআইএসটি; ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সিগন্যাল ব্রিগেডের কমান্ডার, ইউনিট অধিনায়কবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে এসটিসিএন্ডএসে কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। যশোর সেনানিবাসের শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক মর্যাদায় তাঁর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে “কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন জ্যেষ্ঠতম অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার। পরবর্তীতে একটি চৌকষ দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho