প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৮:০৪ পি.এম
সিরাজগঞ্জে ঘুষ না দেওয়ায় নারী শিক্ষিকা বরখাস্তের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষ দাবি, অনিয়ম ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ উঠেছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এনটিআরসি নিয়োগপ্রাপ্ত এক নারী শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপার আব্দুস সামাদ শিক্ষক মোমেনা খাতুনের কাছ থেকে চাকরিতে যোগদানের সময় দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে এমপিওভুক্তির নামে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়। সম্প্রতি অডিট কার্যক্রমের সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকেও অর্থ দাবি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মাদ্রাসার সভাপতি হিসেবে সুপারের স্ত্রী দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটি পারিবারিক প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে। হাজিরা খাতা ও ক্লাস রুটিন পর্যালোচনায় দেখা গেছে, সুপারসহ কয়েকজন শিক্ষক নিয়মিত উপস্থিত থাকেন না। তাঁদের অনুপস্থিতিতে পাঠদান পরিচালনা করছেন মাদ্রাসার আয়া ও পিয়নরা, ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগের বিষয়ে সুপার আব্দুস সামাদ সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, লিখিত অভিযোগের পরপরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho