
যশোর অফিস
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া ব্যক্তিত্ব মহাতাব নাসির পলাশ।
সংবাদ সম্মেলনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি টুর্নামেন্ট চলাকালীন মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ “অপরাধ ও শান্তি” বিধি প্রকাশ করে। বিধিমালা অনুযায়ী, লাল কার্ড প্রাপ্ত খেলোয়াড় পরবর্তী খেলায় অংশ নিতে পারবেন না, আর দুইবার হলুদ কার্ড প্রাপ্ত খেলোয়াড়কেও এক ম্যাচ বিরত থাকতে হবে। রেফারির সঙ্গে বিতর্ক, গালিগালাজ বা অসদাচরণের ঘটনায় লাল কার্ড দেখানো হলে খেলোয়াড় মাঠ থেকে বহিষ্কৃত হবেন এবং নিয়ম শৃঙ্খলা উপ-কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।
দৈহিক আক্রমণ বা সহিংসতার ক্ষেত্রে খেলোয়াড় অন্তত দুই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন। রেফারিকে আঘাত করলে বা লাঞ্চিত করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে। কোনো দল খেলা অস্বীকার করলে বা মাঠে অচলাবস্থা সৃষ্টি করলে, সেই দল টুর্নামেন্ট থেকে বাদ যাবে। পাশাপাশি, দলীয় কর্মকর্তা বা সমর্থক খেলার ফলাফল প্রভাবিত করতে চাইলে আর্থিক জরিমানা বা বহিষ্কারের শাস্তি দেওয়া হবে।
রেফারি নিয়োগের ক্ষেত্রে টুর্নামেন্টের রেফারি এলোকেশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়। খেলা শেষে আপত্তি জানাতে চাইলে এক ঘণ্টার মধ্যে পাঁচ হাজার টাকা জমা দিয়ে লিখিত অভিযোগ দাখিল করতে হবে।
টুর্নামেন্টটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও স্থানীয় কমিটির বাইলজ অনুযায়ী পরিচালিত হবে। লটারির মাধ্যমে ১৫টি দল দুই গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।
আয়োজক কমিটি জানিয়েছে,শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে এসব বিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তাবিদ আউয়াল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho