প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:২৪ পি.এম
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ১৩ যাত্রী আহত
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৩ নবেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,গোয়ালন্দগামী লোকাল রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা এসবি পরিবহনের একটি সুপার ডিলাক্স বাস জোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে,কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে গুরুতর অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি নেহাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার পর উভয় বাসের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho