প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১১:০৪ এ.এম
গাবতলীতে আদালতের রায়ে ৬৭ শতক জমি বুঝে পেলেন দেলোয়ারা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে আদালতের রায়ের ভিত্তিতে বাদী দেলোয়ারা বেওয়াকে ৬৭ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর গ্রামের মৃত কাশেম মণ্ডলের স্ত্রী দেলোয়ারা বেওয়া একই গ্রামের রমজান আলী দিং-এর বিরুদ্ধে ৬৭ শতক জমির দাবিতে গাবতলী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দেলোয়ারা বেওয়ার পক্ষে রায় দেন।
রায়ের ভিত্তিতে মেন্দিপুর মৌজার বিভিন্ন দাগে মোট ৬৭ শতক জমি—৩৯৩ দাগে ১৪ শতক, ৭৬৬ দাগে ১৮ শতক, ৭৮০ দাগে সাড়ে ১৯ শতক, ৪২৩ দাগে ১ শতক, ২০৫ দাগে ২ শতক, ৫২ দাগে ৩ শতক, এবং ১৮৪ দাগে সাড়ে ৯ শতক—দেলোয়ারা বেওয়াকে বুঝিয়ে দেওয়া হয়।
গত ১৩ অক্টোবর বগুড়া জেলা জজের প্রতিনিধি হিসেবে নাজির ইসলাম আইয়ুব আলী ঢাকঢোল পিটিয়ে জমিগুলোর ওপর লাল নিশানা গাড়ি জমি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন জারি কারক গোলাম রইস এবং গাবতলী মডেল থানার এএসআই মোস্তফা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho