প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৪:৪৬ পি.এম
সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন ও র্যালি আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ বছরের গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে–র উপজীব্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতাভিত্তিক রূপান্তর।
কিশোর-কিশোরী, নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রভাব তুলে ধরা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির প্রকল্প সমন্বয়কারী মোছা আক্তারি বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা রাজিয়া সুলতানা ও মোছা আকলিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য এবং গ্রামভিত্তিক বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে চরাঞ্চলে বন্যা, অসময়ে বৃষ্টি, খরা ও নদীভাঙন বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, বাস্তুভিটা হারানোর ঝুঁকি এবং শ্রমজীবী মানুষের কর্মহীনতার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ করে নারী ও শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় সরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho