আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
চলতি মাসের ০৭ নভেম্বর হতে ১৪ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা ও হিজলদী বিওপি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০৭ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০৪ বোতল ভারতীয় মদ, ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
এদিকে ০৭ হতে ১৪ নভেম্বর পর্যন্ত বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৬৬ লক্ষ টাকার মূল্যের ভারতীয় মালামাল আটক করে। আটক মালামালের মধ্যে রয়েছে ৬০ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় ঔষধ, ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ী এবং ২ লাখ ৬৪ হাজার ৯০০ টাকার অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho