প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৯:১১ এ.এম
বাবা মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন মতলবের প্রবাসী

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ ও ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠান। উপজেলার উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজি আঃবারেক দেওয়ানের ছেলে সৌদি প্রবাসী মোঃ মহিন উদ্দিন আহাম্মেদ (মেহেদী হাসান রাজু) ও রুহিতার পাড় গ্রামের মোঃ আল-আমিন প্রধানের কন্যা আবিদা সুলতানা অনামিকা এই নবদম্পতির বিয়ে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসবমুখর পরিবেশ।
বিয়ের দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার। ঠিক সময়মতো হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। নবদম্পতিকে আনতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
বরের বাবা হাজি আঃ বারেক দেওয়ান বলেন, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তার ছোটোবেলার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে আনার ব্যবস্থা করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। আল্লাহ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।
ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয়। ও সবসময় বলত, তার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।
বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুযায়ী বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হচ্ছে।
অভিভাবকরা জানান, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবে রূপ নেয়। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে।
কন্যার বাবা আল আমিন প্রধান বলেন, আগামীকাল শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়।
বর মেহেদী হাসান রাজু বলেন, আমি আমাদের সংসারের ছোট ছেলে। বাবা-মা, ভাই-বোন সবাই আমাকে অনেক স্নেহ করে বড় করেছেন। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কামনাই করি।
নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা অনুযায়ী, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার শুভ বিবাহ ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং সর্বশেষ শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho