প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৮:০৬ পি.এম
যবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর অফিস
পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের পরিবেশগত কর্মক্ষমতা উন্নত করার লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন,“একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিটি বিভাগেরই উচিত শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নিয়মিত সেমিনার, কনফারেন্স ও প্রশিক্ষণ আয়োজন করা। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলে এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
প্রশিক্ষণ কর্মশালার প্রধান বক্তা ছিলেন এজেএ বাংলাদেশ লিমিটেডের লিড টিউটর ও বিজনেস হেড মো. কবিরুল আলম। যুগ্ম বক্তা হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অডিট অফিসার মাসুম-আল-হাসান মেহেদী।বক্তারা পরিবেশগত কর্মক্ষমতা উন্নয়ন,আইনি বাধ্যবাধকতা পালন এবং টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকাএসব বিষয়ে গবেষণালব্ধ তথ্য ও উপস্থাপনা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.শিরিন নিগার। আরও বক্তব্য রাখেন ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ। কর্মশালায় তাপসী রাবেয়া হলের প্রভোষ্ট ড. নাজনীন নাহার, সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরীসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রভাষক ফারিহা ফারজানা এবং উপস্থাপনা করেন শিক্ষার্থী আশিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho