প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৭:৩৭ পি.এম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আদালত সোমবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় বিকেলে সিরাজগঞ্জের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
রায় জানাজানি হওয়ার পর নেতাকর্মীরা জেলা কার্যালয়ে সমবেত হয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। জেলা বিএনপি অভিযোগ করে যে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডে সিরাজগঞ্জ–২ আসনের সাবেক সাংসদ হাবিবে মিল্লাত মুন্নার ভূমিকা ছিল। সংগঠনটি জানায়, সিরাজগঞ্জে ওই সময় ১৫ জন নিহত হওয়ার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা পর্যালোচনা করে প্রয়োজনীয় দণ্ড নিশ্চিত করা জরুরি।
ঘটনাস্থলে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, রকিবুল হাসান রতন, সেলিম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভিডি শামীম খান, মুন্সী জাহেদ আলম, হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho