
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ি মতলব উত্তরের সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সটাকী বাজার শাখার ৫৬ শতাংশ জমি দখলমুক্ত উচ্ছেদ অভিযান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পযন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ।
সরকারি খাসজমির মতোই আইসিডিডিআরবির গবেষণা ও সেবামুখী কার্যক্রমের জন্য বরাদ্দ এ জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা দীর্ঘদিন ধরে দখল করে রাখে একটি চক্র।
জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই অভিযানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় আজকে সটাকী বাজারে আইসিডিডিআরবির জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো বাধা-বিঘ্নের সম্মুখীন হইনি। প্রশাসন এবং স্থানীয় জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্ল্যা বলেন, জেলা প্রশশাসকের নির্দেশক্রমে তার প্রতিনিধি হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আইসিডিডিআরবির ৫৬ শতাংশ জায়গা ১৯৮২ সালে দাতা সংস্থা আইসিডিডিআরবিকে প্রদান করা হয় এবং সে সময় কার্যক্রম চলমান ছিল। পরবর্তীতে কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেলে জায়গার কিছু অংশ বেদখল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন উচ্ছেদ মামলা রুজু করে এবং আমাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এলাকাবাসী এবং দাতা পরিবারের সদস্যরা সার্বিক সহযোগিতা করছেন। উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে আমরা আইসিডিডিআরবির হাতে স্থানটি বুঝিয়ে দেব।
এ সময় আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র ফাইন্যান্স কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মতলব উত্তর থানা পুলিশ, আইসিডিডিআরবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ শেষে জমিটিকে আইসিডিডিআরবির নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান হওয়ায় এলাকার সৌন্দর্য ও সেবামূলক কার্যক্রম চালু রাখতে সুবিধা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho