প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৯:১১ পি.এম
কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার ও অনিমিত অভিবাসন প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং পাচারের শিকার শিকার হওয়া ব্যক্তিদের বিশেষ করে নারী শিশুদের সুরক্ষিত করার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় এনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে বলে জানানো হয়।
পাচারের শিকার হওয়া সারভাইবাররা যাতে অর্থনৈতিক ও সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যবস্থাও নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয় । জেলা কর্মশক্তি ও জনসংহতি অফিসের কর্মকর্তা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাতক্ষীরা জেলা সমন্বয়ক হুমায়ুন রশিদ, ইকোনমিক রিইন্টিগ্রেশন এর স্পেশালিস্ট ইমরান হোসেন, ফিল্ড অর্গানাইজার হাসান আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, কলারোয়া থানার সাব-ইন্সপেক্টর পারভেজ প্রমুখ।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মানব পাচারের সারভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho