প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ২:৩০ পি.এম
যশোরে ১০ দফা দাবিতে পান চাষীদের মিছিল–মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

যশোর প্রতিনিধি
যশোরে ১০ দফা দাবিতে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পান চাষী সমিতি যশোর শাখা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেয় পান চাষীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পান দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। একসময় এ ফসল রপ্তানি করে প্রতি বছর ৩–৪শ’ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো। কিন্তু বর্তমানে পান রপ্তানিতে শুল্ক প্রতি কেজি ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করায় রপ্তানিকারক দেশগুলো বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এতে পান বাজারে ধস নেমেছে, চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং অনেকেই ব্যাংক ও এনজিও ঋণের বোঝায় ভিটেমাটি হারানোর উপক্রম হয়েছে।
এ অবস্থায় পান চাষীরা রপ্তানি শুল্ক বৃদ্ধি অবিলম্বে বাতিল, রপ্তানি বৃদ্ধিতে সব প্রতিবন্ধকতা দূর, আপৎকালীন সময়ে এনজিও ঋণের কিস্তি বন্ধ, পান চাষীদের প্রণোদনা, পান চাষের উপকরণের দাম কমানো, পান গবেষণা কেন্দ্র স্থাপন এবং আধুনিক পান সংরক্ষণাগার নির্মাণসহ ১০ দফা দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পান চাষী সমিতি যশোর জেলা শাখার উপদেষ্টা তসলিমুর রহমান, জিল্লুর রহমান ভিটু, সদস্য মিজানুর রহমানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আপনি চাইলে এটি আরও সংক্ষিপ্ত, দীর্ঘ, বা আপনার কাঙ্ক্ষিত নির্দিষ্ট ফরম্যাটে সাজিয়ে দিতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho