প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:১৪ পি.এম
যশোরে সাবেক এমপি রণজিৎসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস
যশোরের অভয়নগরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০–৪০ জনকে আসামি করে মামলা (নং-৭) দায়ের করেন। বিষয়টি বুধবার নিশ্চিত করেন থানা ওসি কে এম রবিউল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া সরকারি কলেজসংলগ্ন সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে একটি সরকারবিরোধী মশাল মিছিল হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই এ মামলা করা হয়েছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়,অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আওয়ামী লীগ সদস্য আরশাদ পারভেজ, শ্রমিকলীগ নেতা রবিন অধিকারী ব্যাচা, উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মোট ২১ জন নামীয় আসামি।
ওসি রবিউল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho