
বান্দরবানের রুমার কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছে। বৃহষ্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে দুর্গম এলাকা হওয়ায় তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা ১১ জনের একটি টিম চাঁদের গাড়িতে করে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১১ জন পর্যটক আহত হয়। এর মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho