প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ২:০৯ পি.এম
বাংলাদেশের বড় সংগ্রহ
মাত্র এক রানের অপেক্ষা নিয়ে প্রথম দিন শেষ করা মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের শুরুতেই গড়েন বিরল কীর্তি। মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। তবে, সেঞ্চুরির পরপরই আউট হয়ে গেছেন তিনি। এরপর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজ হাফ সেঞ্চুরি মিস করেছেন মাত্র ৩ রানের জন্য। বাদবাকিরা রান করতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় সেশনে গুটিয়ে গেল বাংলাদেশ। তার আগে অবশ্য গড়েছে রানের পাহাড়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৪৭৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ১৩তম ও লিটন দাসের পঞ্চম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মুমিনুল হক পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। এছাড়া মেহেদী হাসান মিরাজ করেছেন ৪৭ রান।
আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রাইন ৬ উইকেট শিকার করেছেন।
গতকাল প্রথম দিনে ভালো শুরুর পরও ১০০'র আগে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে শততম টেস্ট খেলতে নামা মুশফিক ও মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১০৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। মুমিনুল ১২৮ বলে ১ চারে ৬৩ রান করে বিদায় নেন। পঞ্চম উইকেটে মুশফিক-লিটিন দারুণ জুটি গড়েন।
গতকাল ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। মুশফিক ৯৯ রানে অপরাজিত ছিলেন। লিটনও হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে ছিলেন। আজ দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৯৩তম ওভারে দলের রানও ৩০০ পূর্ণ হয়। কিন্তু এরপরই ম্যাকব্রাইনের পঞ্চম শিকারে পরিণত হন মুশফিক। ভাঙে ১০৮ রানের জুটি।
২১৪ বলে ৫ চারে ১০৬ রান করে শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন মুশফিক।
মুশফিকের বিদায়ের পর মিরাজের সঙ্গে আরও একটি শতরানের জুটি গড়েন লিটন। পূর্ণ করেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ১২৩ রানের এই জুটি ভাঙে মিরাজের বিদায়ে। ১০৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে মিরাজ হোয়ির শিকার হন। পরের ওভারে বিদায় নেন লিটনও।
হামফ্রিসের বলে স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেয়ার আগে ১৯২ বলে ৮ চার ও ৪ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ১২৮ রানের ইনিংস খেলেন লিটন।
শেষের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাইজুল ৪, হাসান মাহমুদ ১১ ও খালেদ আহমেদ ৮ রান করে আউট হন। এবাদত ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন।
ম্যাকব্রাইন ৩৩.১ ওভারে ১০৯ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন। হামফ্রিস ও হোয়ি ২টি করে উইকেট ভাগাভাগি করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho