
মাগুরায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এলে তিন ছিনতাইকারী অস্ত্র ফেলে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিনজন ছিনতাইকারী টাকার ব্যাগ ও স্বর্ণালংকার নিতে চেয়েছিল। আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘুষি মারি। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার সোনার চেইন এবং ১৫–১৬ হাজার টাকা থাকা ব্যাগটি নিয়ে গেছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho