প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৭:৫৮ পি.এম
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: তিন ম্যাচে উপশহর, ইছালী ও চাঁচড়ার জয়

শহিদ জয়, যশোর
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার অনুষ্ঠিত তিন ম্যাচে উপশহর, ইছালী ও চাঁচড়া ইউনিয়ন জয় লাভ করেছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হয় যশোর শামস–উল–হুদা ফুটবল একাডেমি মাঠ, শহরতলী বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
শামস–উল–হুদা একাডেমি মাঠে ফতেপুর বনাম উপশহর ইউনিয়ন ম্যাচে উপশহর ৩–০ গোলে জিতে নেয়। বিজয়ী দলের হয়ে ১৭ ও ৩৭ মিনিটে জুনিয়র বুয়েটিং দুই গোল এবং ২৬ মিনিটে বেনজামিন একটি গোল করেন। বেনজামিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরস্কার প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দুই দলকেই প্রাইজমানি দেওয়া হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্ট সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।
বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওয়াপাড়া বনাম ইছালী ইউনিয়ন ম্যাচে ইছালী ১–০ ব্যবধানে জয় পায়। খেলার ৬৮ মিনিটে জনি একমাত্র গোলটি করেন। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া বনাম নরেন্দ্রপুর ইউনিয়ন ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে চাঁচড়া ৪–২ গোলে জিতে নেয়। চাঁচড়ার গোলরক্ষক শান্ত ম্যাচের সেরা খেলোয়াড় হন। পুরস্কার প্রদান করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। দুই দলকে প্রাইজমানি দেওয়া হয়।
এদিকে উপশহর এক জয় নিয়ে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। চাঁচড়া ইউনিয়ন এক জয় ও এক ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে ইছালী ইউনিয়ন ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে; প্রতিপক্ষ নওয়াপাড়া নিজেদের দুই ম্যাচে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho