
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ আসর ধানমন্ডিতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের বাসভবনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন। এতে ঢাকা–১০ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে ব্যারিস্টার অসীম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু বিএনপি নয়, গোটা দেশের মানুষই তার প্রত্যাবর্তনের অপেক্ষায়।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকাঠামো পুনর্গঠনে তারেক রহমান সামনে আরও বড় দায়িত্ব পালন করবেন।
আলোচনা পর্ব শেষে দেশের শান্তি, স্থিতি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho