প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৭:০৫ পি.এম
রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট এবং পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে শহরের নান্নু টাওয়ার কনভেশন সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি এই সেমিনার আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন পদ্মাব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মো. হাফীজুল হক। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত খোন্দকার আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন, মো. নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো. মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ভারত ফারাক্কা বাধ তৈরির মাধ্যমে এই অঞ্চলের পানির নায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। এই অঞ্চলের মানুষ বর্ষায় পানিতে ডোবে আর খরায় পানি পায় না। রাজবাড়ীর হাবাসপুরে পদ্মা ব্যারেজের জন্য সমীক্ষা করা হয়েছিল। এই ব্যারেজ হলে পদ্মার ১৬৫ কিলোমিটার এলাকা জুড়ে পানি রির্জাভ করে রাখা সম্ভব। যা এই অঞ্চলের মানুষের কৃষি ও প্রকৃতির জন্য খবুই আশির্বাদ স্বরূপ। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতরু জন্য দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ আন্দোলন করে আসছে। পদ্মা সেতু হলে এই অঞ্চলের ২৬টি জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি রাজধানীর সঙ্গে রাজবাড়ীর যোগাযোগ সহজ হওয়ায় এই অঞ্চলে শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তাই পদ্মা ব্যারেজ ও দি¦তীয় পদ্মাসেতুর জন্য সকলে ঐক্যবধ্যভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানানা তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho