প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৭:৪৫ পি.এম
সুদানে এক মাসের মধ্যে অপুষ্টিতে মারা গেছে ২৩ শিশু

সুদানের মধ্যাঞ্চলে এক মাসের মধ্যে অপুষ্টিজনিত কারণে প্রায় দুই ডজন শিশু মারা গেছে, যেখানে দেশটির সামরিক বাহিনী এবং একটি আধাসামরিক গোষ্ঠীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। একটি মেডিকেল গ্রুপ এ তথ্য জানিয়েছে। বলা হয়, সুদানের কর্দোফান অঞ্চলে অপুষ্টিজনিত কারণে ২৩ জন শিশুর মৃত্যু হয়। এর মধ্য দিয়ে উত্তর-পূর্ব আফ্রিকান দেশটিতে ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর মানবিক বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।
২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই ধ্বংসাত্মক যুদ্ধে ৪০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন, তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হতে পারে।
এই যুদ্ধে এরইমধ্যে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট তৈরি করেছে, যেখানে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রোগের প্রাদুর্ভাব বাড়িয়েছে এবং দেশের কিছু অংশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।
আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর পর্যন্ত কর্দোফান এবং পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় ৩৭০,০০০ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন। এছাড়া আরও ৩৬ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবল থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, শিশুদের মৃত্যুর জন্য তীব্র অপুষ্টি এবং সরবরাহের ঘাটতিকে দায়ী করা হয়েছে।
সংঘাতের উপর নজরদারিকারী পেশাদারদের একটি সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে অবরুদ্ধ কাদুগলি শহর এবং ডিলিং শহরে শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে এই গোষ্ঠীটি বলেছে যে, এই মৃত্যু দুটি অঞ্চলে তীব্র অপুষ্টি এবং প্রয়োজনীয় সরবরাহের ঘাটতির কারণে হয়েছে। যেখানে অবরোধ খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা সৃষ্টি করছে এবং হাজার হাজার বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। সূত্র: আরব নিউজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho