প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৮:৩৮ পি.এম
ঢাকা ৭ আসনে ধানের শীষের পক্ষে নাসিমা আক্তারের গণসংযোগ
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
আজ শনিবার বিকেলে ঢাকা ৭ আসনের ধানের শীষের পক্ষে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য লালবাগের কৃতি সন্তান শহীদ নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা নেতাকর্মীদের নিয়ে কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন সড়কে ও মার্কেটে গণ সংযোগ করেছেন। তিনি স্থানীয় সেকশন বটতলা থেকে কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে সাধারণ জনগণের সাথে গণসংযোগ করেন। ধানের শীষের পক্ষে ভোট আহবান করেন।
গণসংযোগ শেষে শহীদ নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় সন্ধ্যায় পথ সভায় বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্য বলেন, আগামীতে এই এলাকার উন্নয়ন ও কামরাঙ্গীরচরের আধুনিকায়ন করতে ধানের শীষ মার্কায় এলাকাবাসীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে
মরহুম শহীদ নাসির উদ্দিন পিন্টুর হত্যার বিচার করা হবে।
তিনি কামরাঙ্গীরচর এলাকার সহ ঢাকা ৭ সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক এম এ গাফফার, ২৩ নং ওয়ার্ড যুবদল আহবায়ক হাসান উদ্দিন আহমেদ সোহেল ও সদস্য সচিব মোঃ মোক্তার হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho