
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএনের টহল দলের সন্দেহ হলে তাকে আটক করা হয়।
এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করলে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ক্যারেট ২১, ২২ ও ২৪—বিভিন্ন মানের।
জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানায়, দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকায় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে রিসিভার হিসেবে কাজ করছেন তিনি। উদ্ধার করা স্বর্ণ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয়ে যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনতেন বলে জানা যায়।
এপিবিএন জানায়, চলতি বছরে এ পর্যন্ত তাদের হাতে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ জব্দ হয়েছে। আটক নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো ধরনের চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho