প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৮:৪২ পি.এম
বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে যশোরে বাম জোটের বিক্ষোভ

যশোর অফিস
দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে যশোরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের যশোর জেলা আহ্বায়ক বাসদ নেতা কমরেড হাচিনুর রহমান।
বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা সভাপতি কমরেড মাহাবুবুর রহমান মঞ্জু ও বাসদ নেতা কমরেড আলাউদ্দিন। সমাবেশ পরিচালনা করেন পলাশ বিশ্বাস।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের বন্দর বিদেশীদের কাছে ইজারা দিয়ে ইউনুস সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছেন। তারা বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি ও মব সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। ফলে সরকার নৈতিক বৈধতা হারিয়েছে—এমন মন্তব্য করেন বক্তারা।
তারা আরও জানান, বন্দর রক্ষায় দেশের বিভিন্ন স্থানে জনতা সরব হয়েছে। আগামী ২৯ নভেম্বর ঢাকায় কনভেনশন করে বৃহত্তর গণমানুষকে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে যুক্ত করার ঘোষণা দেন নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho