প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৮:১৬ এ.এম
জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয়ে ফাইনালে নিশ্চিত করল স্বাগতিক পাকিস্তান। রোববার (২৩ নভেম্বর) জিম্বাবুয়েকে উড়িয়ে দেয় তারা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে গিয়ে উসমান তারিকের হ্যাটট্রিকে ১২৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাতে ৬৯ রানের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করল সালমান আঘার দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ফারহান ও বাবরের ফিফটিতে বড় পুঁজি পায় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান বাবরের ফিফটি ৩৮টি, যা এই সংস্করণে সর্বোচ্চ। সমান ৩৮টি ফিফটি করা ভারতীয় তারকা বিরাট কোহলির পাশে বসলেন সাবেক পাকিস্তান অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার পর ৬ ইনিংসের মধ্যে বাবরের দ্বিতীয় ফিফটি এটি। শেষ দিকে ফখর জামানের ১০ বলে ঝড়ো ২৭ রানের ইনিংস পাকিস্তানকে বড় পুঁজি পেতে সাহায্য করে।
জবাবে পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। এক রায়ান বার্লের অপরাজিত ৬৭ ছাড়া কেউ ভালো করতে পারেনি। দশম ওভারে পরপর তিন বলে টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া ও ওয়েলিংটন মাসাকাদজাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন উসমান।
এই সংস্করণে হ্যাটট্রিক করা পাকিস্তানের চতুর্থ বোলার উসমান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাহিম আশরাফ ও একই দলের বিপক্ষে ২০১৯ সালে মোহাম্মদ হাসনাইন এবং গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজ টানা তিন বলে তিন উইকেট নিয়েছিলেন।
শেষ পর্যন্ত এক ওভার হাতে থাকতেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন উসমান। দুইটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নাওয়াজ। এদিকে প্রথম দেখায় শ্রীলঙ্কাকে হারানো জিম্বাবুয়ে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) পরের ম্যাচে জিতলে ফাইনালে উঠে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho