
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও আইডিইবির গৌরবোজ্জল ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ পালিত হয়েছে।
২৪ নভেম্বর সোমবার দুপুরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বাগেরহাট জেলা আইডিইবি ভবন (শহীদ মিনার)এর সামনে থেকে শুরু হয়ে রাহাতের মোড়,সাধনার মোড় এবং শালতলার মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম.এ সালাম।বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বাদশা মিয়া।কেন্দ্রীয় ডি ইএবি সদস্য মোঃ আবু হানিফ ।
এছাড়াও বাগেরহাট জেলায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী ও বাগেরহাট মেরিন ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা র্যালীতে অংশ নেয়।
পরে জেলা আইডিইবি ভবনে আইডিইবি বাগেরহাট জেলা আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক, মোঃ রবিউল ইসলাম মুসার পরিচালনায় সদস্য সচিব কাজী মাহমুদুল কবির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিইএবি সদস্য সচিব মোঃ মেহেদী হাসান রকি, আহবায়ক মোঃ রাসেলুর রহমান।
সভায় বক্তারা বলেন দেশ ও জাতীর কল্যাণে সকলকে একসাথে কাজ করার অঙ্গিকারের পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহন করে দেশ এবং বিদেশে সহজে কর্মসংস্থান লাভ । পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্কিং এবং পেশাগত ও সামাজিক সুযোগ-সুবিধা লাভের দিকে জোর দিতে হবে।
আইডিইবি হলো বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের একটি পেশাদার সংস্থা, যা ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রকৌশল পেশার মানোন্নয়ন করা, যা তাদের জনগনের প্রকৌশলী হিসেবে পরিচিত করে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho