
যশোর অফিস
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে চুড়ামনকাটি এবং কাশিমপুর ইউনিয়ন। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের মধ্য দিয়ে এই দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করে।সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় এবং কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় চুড়ামনকাটি বনাম লেবুতলা ইউনিয়ন। এ খেলায় চুড়ামনকাটি ইউনিয়ন ২- ০ গোল জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে জিসান গোল দুটি করেন। খেলার ১১ এবং ৪৩ মিনিটে তিনি দলের পক্ষে জয় সূচক গোল দুটি করেন। এ খেলায় চুড়ামনকাটির জয়ের নায়ক সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।
অপরদিকে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত অপর একটি খেলায় মুখোমুখি চাঁচড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় কাশিপুর ১-০ গোলে জয় লাভ করে। খেলার ১০ মিনিটে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন মঈন। এ খেলায় চাঁচড়ার রমজান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho