প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৩:৪৫ পি.এম
বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সেবা প্রদর্শনীর উদ্বোধন ও শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল উদ্দিন, বেলকুচি থানার উপপরিদর্শক সবুজ কুমার এবং দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামচুল আলম। এছাড়াও স্থানীয় খামারি, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশ নেন।
প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত ও অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, কবুতর, শৌখিন পাখি ও বিভিন্ন পোষাপ্রাণীর নমুনা তুলে ধরেন উদ্যোক্তারা। স্টল পরিদর্শন শেষে শ্রেষ্ঠ প্রদর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের মতে, প্রদর্শনীর মাধ্যমে খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন পদ্ধতি সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho