প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১১:৫৬ এ.এম
কানাডার ভুয়া ভিসায় প্রতারণার শিকার ঝিকরগাছার দুই যুবক

শহিদ জয়, যশোর
ভালো চাকরির লোভ দেখিয়ে কানাডার ভুয়া ভিসা দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারণা চক্র এঅভিযোগে ঝিকরগাছার দুই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। জমি-জমা বিক্রি ও বন্ধক রেখে টাকা জোগাড় করা এই দুই পরিবার এখন নিঃস্ব হয়ে বিচারের আশায় ঘুরছেন।
ঝিকরগাছা উপজেলার কালিয়ানী গ্রামের আবু সায়েমের ছেলে আলসাবা রাতুল এবং হাবিবুর রহমানের ছেলে শাকিল হোসেন জানান, একই গ্রামের নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম বিদেশে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে ব্যাংক হিসাব ও নগদে ৩৮ লাখ টাকা নেন। ঢাকায় ভুয়া নামে একটি ট্রাভেল এজেন্সি খুলে এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলেও অভিযোগ।
রাতুল বলেন, ২০২৪ সালের মার্চে দালাল নাসির উদ্দিন প্রথমে তাদের নেপালে নিয়ে যান। সেখানে বানানো ‘এম্বাসি অফিসে’ইন্টারভিউসহ কাগজপত্র জমা নেওয়া হয়। দ্বিতীয়বার নেপালে নিয়ে গিয়ে দুই মাস হোটেলে আটকে রেখে বাড়িতে ফোন করিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়। পরে পাসপোর্ট হাতে দিলেও দেশে ফিরে অনলাইনে যাচাই করে জানা যায় ভিসাটি ভুয়া। এদিকে টাকা নেওয়ার পরপরই নাসির কুয়েতে পালিয়ে যান।
রাতুলের বাবা আবু সায়েম বলেন, ছেলেকে কানাডায় পাঠানোর আশায় জমিবন্ধক ও সুদে ১৯ লাখ টাকা দেন।“সুদের টাকা দিতে দিতে আজ আমি পথে ফকির,” বলেন তিনি।
অন্য ভুক্তভোগী শাকিলের বাবা জানান,দালাল নাসির তার আপন ফুফাতো ভাই। ‘ছেলে নেই, তোমার ছেলে মানেই আমার ছেলে’এমন কথায় বিশ্বাস করে দোকান, গরু-ছাগল, জমি সব বিক্রি করে সাত দফায় ১৯ লাখ টাকা দেন তিনি। “আমার আপনজন আমাকে পথে বসিয়েছে,”বলেন তিনি।
অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফ দাবি করেছেন, ভিসা ভুয়া নয়; ভুক্তভোগীরা ‘গ্রামের মূর্খ মানুষ’, তাই বুঝতে পারেন না। তবে তিনি কত টাকা নিয়েছেন,তা নিশ্চিত করে বলতে পারেননি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho