প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ১২:০২ পি.এম
শরণখোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পশুপালক, কৃষক, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি ও কবুতর প্রদর্শনের পাশাপাশি আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রাণিসম্পদ উন্নয়ন সামগ্রী স্থান পায়।
মেলায় যুক্তরাজ্য সরকারের অর্থায়নে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত ‘নবপল্লব’ প্রকল্পের কার্যক্রম বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। প্রকল্পের আওতায় দুর্যোগসহনশীল গবাদিপ্রাণির ঘর নির্মাণ, দেশি হাঁস-মুরগির উন্নত ঘর প্রযুক্তি, উচ্চ ফলনশীল গো-খাদ্য চাষ, খামারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং গবাদিপ্রাণির জন্য নিয়মিত বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগসমূহ তুলে ধরা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আল মামুন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস এবং নবপল্লব প্রকল্পের উপজেলা সিনিয়র প্রকল্প কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho